unicef এর পূর্ণরূপ কি? | ইউনিসেফ এর সদর দপ্তর কোথায়?
জাতিসংঘের শিশু তহবিল ( United Nation Children’s Funds) বা
ইউনেসেফ (UNICEF) এর পূর্ণরূপ হলো
(United Nations International children’s Emergency Funk)
এবং এটি জাতিসংঘের একটি বিশেষ সংস্থার নাম। ইউনিসেফ শিশুদের উন্নতি ও নিরাপত্তা বিধানের জন্য বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে থাকে। এই সংস্থার গঠেনের সিদ্ধান্ত হয় জাতিসংঘের প্রথম সাধারণ অধিবেশনে।
পৃথিবীর দুস্ত হসহায় শিশুদের উন্নতির লক্ষে কাজ করে থাকে ইউনিসেফ।
জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত:
ইউনিসেফ এর সদর দপ্তর অবস্থিত আমেরিকার নিউ ইয়র্ক শহরে। বিভিন্ন কল্যাণমুখী কর্ম পরিচালনার জন্য ইউনিসেফ ১৯৬৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায়।
ইউনিসেফ এর কাজ কি?
মাতৃ ও শিশু স্বাস্থ্য, পুষ্টি ও রোগ প্রতিরোধ, প্রাথমিক স্বারস্থ পরিচর্যা, মৌলিক শিক্ষা, স্যানিটেশন ও নারী উন্নয়নের লক্ষ্যে এ প্রতিষ্ঠানটি কাজ ককে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের ত্র্রান সাহায্য প্রদানের লক্ষ্যে ইউনিসেফ ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়।
ইউনিসেফ এর উদ্দেশ্য কি
ইউনিসেফ এর উদ্দেশ্য হলো একটি শিশুর শৈশবের সকল প্রকারের প্রয়োজন মেটানো। এছাড়াও ইউনি েসফ আরো বিভিন্ন উদ্দেশ্য নিয়ে কাজ করে থাকে যেমন- শিশুদের অধিকার রক্ষায় কাজ করে, বিশেষ করে সেই সব শিশুদের জন্য যারা সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। বাংলাদেশে র শিশুদের জন্মের পর থেকে প্রাপ্তবয়স্ক হয় ওঠা পর্যন্ত -পুরো জীবন চক্র নিয়ে কাজ করে থাকে ইউনিসেফ।