তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিয়োগ ২০২২

চলমান সময়ে একটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিয়োগ ২০২২ প্রকাশিত হয়েছে। আর আপনি একজন চাকরি প্রত্যাশী প্রার্থী হয়ে যদি এই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি (NIMC Job Circular) তে আবেদন করতে চান। তাহলে আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। আপনার কি কি অভিজ্ঞতার প্রয়োজন হবে। সেই সাথে আপনি কত গ্রেড এর বেতন পাবেন। সেই বিষয় গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব।

Table of Contents

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের রাজস্ব খাতের নিম্নবর্ণিত ১০ (দশ)টি শূন্যপদ পূরণ করার লক্ষ্যে। প্রকৃত বাংলাদেশি নাগরিক দের নিকট হতে আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে।

সাঁটলিপিকার কাম কম্পিউটার

  • গ্রেড-১৩
  • বেতনস্কেল: ১১০০০-২৬৫৯০/-
  • শূন্য পদের সংখ্যা:১ টি

শিক্ষাগত যোগ্যতা:

  • কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি।
  • কম্পিউটার ব্যবহারে দক্ষতা। এবং
  • বাংলা ও ইংরেজি সাঁটলিপি প্রতি মিনিটের গতি যথাক্রমে ৫০ ও ৮০ শব্দ। বাংলা ও ইংরেজি কম্পোজের গতি প্রতি মিনিটে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ থাকিতে হইবে।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • গ্রেড-১৬
  • বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০/-
  • শূন্য পদের সংখ্যা:২ টি

শিক্ষাগত যোগ্যতা:

  • কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।
  • বাংলা ও ইংরেজি কম্পোজের গতি প্রতি মিনিটে যথাক্রমে ২০ ও ২০ শব্দ থাকতে হবে।

ক্যাশিয়ার

  • গ্রেড-১৬
  • বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০/-
  • শূন্য পদের সংখ্যা:১ টি

শিক্ষাগত যোগ্যতা:

  • মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সরকার কর্তৃক নির্ধারিত জামানত দিতে হইবে।

গাড়ি চালক

  • গ্রেড-১৬
  • বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০/-
  • শূন্য পদের সংখ্যা:২ টি

শিক্ষাগত যোগ্যতা:

  • কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স।
  • লিখিত ও ড্রাইভিং এর ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ।
  • অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন।

যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন (১-৪) নাম্বার পদ পর্যন্ত

ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ,নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোণা, চট্টগ্রাম, বান্দরবান,

ব্রাক্ষ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, ফেনী, কক্সবাজার, জয়পুরহাট, নাটোর, চাঁপাই নবাবগঞ্জ, বগুড়া, গাইবান্ধা,লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, বাগেরহাট, সাতক্ষীরা, ভোলা, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভী বাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

অফিস সহায়ক

  • গ্রেড-২০
  • বেতনস্কেল: ৮২৫০-২০০১০/-
  • শূন্য পদের সংখ্যা:৩ টি

শিক্ষাগত যোগ্যতা:

  • কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 
  • লিখিত পরীক্ষায় উত্তীর্ণ।

নিরাপত্তা প্রহরী

  • গ্রেড-২০
  • বেতনস্কেল: ৮২৫০-২০০১০/-
  • শূন্য পদের সংখ্যা:১ টি

শিক্ষাগত যোগ্যতা:

  • জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ অথবা অষ্টম শ্রেণী পাস সহ সু স্বাস্থ্যের অধিকারী। আনসার বা ভিডিপি ট্রেনিং প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে।

যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন (৫-৬) নাম্বার পদ পর্যন্ত

লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, ঝালকাঠী, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, বাগেরহাট, সাতক্ষীরা, ভোলা, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, শরীয়তপুর, কিশোর গঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোণা, চট্টগ্রাম, বান্দরবান, ব্রাক্ষ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, ফেনী, কক্সবাজার, জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

আবেদন ফরম পূরণ শর্তাবলি: (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিয়োগ)

  • সেপ্টেম্বর ২০২২ খ্রি: তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে ১ ও ২ নম্বর ক্রমিকের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা ৪০ (চল্লিশ) বৎসর পর্যন্ত শিথিলযোগ্য (“বিভাগীয় প্রার্থী” অর্থ এরূপ কর্মচারী যিনি সংশ্লিষ্ট অধিদপ্তর বা পরিদপ্তর বা দপ্তর এর রাজস্ব খাতে সৃষ্ট পদে অন্যূন ২(দুই) বৎসর স্থায়ী বা অস্থায়ীভাবে চাকুরিরত)। 
  • এছাড়া ১-৬ ক্রমিকের ক্ষেত্রে প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগা। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
  • সরকারি/আধাসরকারি সংস্থায় চাকরিতে নিয়োজিত প্রার্থীগণ নিয়োগ কারী কর্তৃপক্ষ কে অবহিত করে আবেদন করবেন। এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র দাখিল করতে হবে।
  • নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও কোটা এবং পরিবর্তিত (প্রযোজ্য ক্ষেত্রে) বিধিবিধান ও কোটা অনুসরণ করা হবে।
  • মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয় পত্রের মূল কপিসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, বিশেষ কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও প্রশিক্ষণ সনদ পত্রের (প্রযোজ্য ক্ষেত্রে) মূলকপি প্রদর্শন করতে হবে। 
  • এছাড়া মৌখিক পরীক্ষার সময় জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ। 
  • এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে। আবেদনকারী যে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের মূলকপি প্রদর্শন করতে হবে।
  • মৌখিক পরীক্ষার সময় অনলাইনে পূরণকৃত Application Form সহ জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতা, বিশেষ কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও প্রশিক্ষণ সনদপত্রের ০১(এক) সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। 
  • এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ / পৌরসভা / সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে। আবেদন কারী যে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
  • বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি, বাতিল বা প্রত্যাহার করার ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
  • প্রযোজ্য ক্ষেত্রে প্রার্থীদের লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার স্থান ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভ্রমণ বা দৈনিক ভাতা (টিএ/ডিএ) প্রদান করা হবে না।
  • ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদন কোনো কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে।
  • নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
  • Online-এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর ৩০ KB এর মধ্যে (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ pixel) ও সদ্য তোলা স্পষ্ট রঙিন ছবি 100 KB এর মধ্যে (দৈর্ঘ্য ৩০০ x গ্রন্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
  • Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথাই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
  • প্রার্থী Online-এ পূরণকৃত আবেদন পত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ব্যবহারের নিমিত্ত সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলি

  • পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://nimc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের সময়সীমা নিম্নরূপ:

  • Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৫/০৯/২০২২ খ্রি: তারিখ সকাল ১০:০০ টা।
  • Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৬/১০/২০২২ খ্রি: তারিখ, বিকাল ০৩:০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: 

  • Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথ ভাবে পূরণ করে। নির্দেশনা মতো ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদন পত্র Submit করা সম্পন্ন হলে। কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। 
  • নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। 
  • উক্ত Applicant’s copy প্রার্থী download পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। 
  • Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে। এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২(দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক ১-৪ এ উল্লিখিত পদে আবেদনের ক্ষেত্রে ১১২/- (একশত বারো) টাকা এবং ক্রমিক ৫-৬ এ উল্লিখিত পদে আবেদনের ক্ষেত্রে ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। 
  • এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদন পত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদন পত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।”

SMS প্রেরণের নিয়মাবলি:

  • প্রথমে SMS NIMC<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example NIMC ABCDEF
  • Reply: Applicant’s Name, Tk 112 / Tk 56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type NIMC<space>Yes<space>PIN and Send to 16222.
  • দ্বিতীয় SMS: NIMC<space> Yes <space> PIN লিখে করতে হবে 16222 নম্বরে। Example: NIMC YES 12345678.
  • Reply: Congratulation Applicant’s Name, payment completed successfully for NIMC Application for post XXXXXXXXXXX User ID is (ABCDEF) and Password (XXXXXXXX).
  • প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://nimc.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের কে) যথাসময়ে জানানো হবে। 
  • Online আবেদনপত্রে প্রদত্ত প্রার্থীর মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক ভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
  • SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের /কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। 
  • প্রার্থী প্রবেশপত্র টি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
  • শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
  • User ID জানা থাকলে, NIMC <space> Help <space> User <space> User ID & Send to 16222. Example: NIMC Help User ABCDEF & send to 16222.
  • PIN Number জানা থাকলে, NIMC <space> Help <space> PIN <space> PIN No & Send to 16222. Example: NIMC Help PIN 12345678 & send to 16222.

উপপরিচালক (প্রশাসন)

ও সদস্যসচিব, বিভাগীয় নির্বাচন কমিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button