মোবাইল টিপস

014 কোন সিম বা 014 কোন অপারেটরের সিম|Which operator is 014 serial|

 014 কোন অপারেটরের সিম বা 014 কোন সিম |Which operator is 014 serial|

014 কোন অপারেটরের সিম বা 014 কোন সিম |Which operator is 014 serial|

আমাদের অকেকে মনেই প্রশ্ন আসে যে 014 আসলে কোন সিম বা এটি বাংলাদেশের কোন অপারেটরের সিম। যারা এই বিষয়টি জানেন না তারা তাই গুগলের মধ্যমে জানতে চাই যে, 014 কোন সিম।
আসলে 014 সিরিয়ালটি হলো বাংলালিংক সিমের নতুন সিরিয়াল নাম্বার। ১৩ ডিসেম্বর ২০১৮ সালে বাংলালিংক গ্রাহকদের জন্য নিয়ে আসলে 014 সিরিয়ালটি।মূলত 019 এর পরিবর্তে 014 সিরিয়ালের সিম বিক্রি করবে বাংলালিংক। প্রথমে তার ১ কোটি সিম বিক্রি কের 014 সিরিয়ালের সিম।

কোথায় কিনতে পাওয়া যাবে 014 সিরিয়াল সিম

আসলে বর্তমানে বাংলাদেশের সব জায়গাতে এই সিমটি বিক্রি হচ্ছে। রাস্তার পাশে কিংবা ফুটফাতের পাশে ব সে এই সিম মাইকিং করে বিক্রি হচ্ছে। আপনারা টাউন বন্দরে আশে পাশেই দেখতে পারবেন এই সিম বিক্রি করছে।

014 সিরিয়ালের সিমের নাম্বার চেক করব কিভাব?

আসলে প্রথমেই বলেছি এই সিমটি 019 সিরিয়ালের সিমের বর্তমান নাম্বার অর্থাৎ এটি বাংলালিংক সিমের সিরিয়াল নাম্বার । তাই বাংলালিংক সিমের নাম্বার  দেখতে যে কোড ডায়েল করে এটির নাম্বার দেখতেও একই কোড ডায়ের করতে হবে। বাংলালিংক সিমের নাম্বার চেক করার কোড হলো *511#। তাই আপনি 014 সিরিয়ালে র নাম্বার চেক করতেও এই একই কোড *511# ডায়েল করতে হবে।

014  সিরিয়াল সিমের রিচার্জ কোথায় করব?

014 সিরিয়াল এর রিচার্জ করার জন্য যে কোনো বাংলালিংক টপআপের কাছে গিয়ে রিচার্জ করতে পারবেন। অথবা আপনার বিকাশ থেকেও রিচার্জ করে নিতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button