লসাগু কাকে বলে? snigdhasokal.com
লসাগু কাকে বলে?
দুই বা অধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা সংক্ষেপে লসাগু বলে।
লসাগু এর পূর্ণরূপ কীঃ
ল.সা.গু এর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক ( লসাগু)
লসাগু করার নিয়মঃ
২, ৩ ও ৬ এর লসাগু নির্ণয় করতে হলে নিচের নিয়মটি লক্ষ্ করু্ন
সমাধানঃ
২ এর গুণিতক : ২, ৪ ৬ , ৮, ১০, ১২, ১৪, ১৬, ১৮, ২০
৩ এর গুণিতক : ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১
৪ এর গুণিতক : ৪, ৮, ১২, ১৬, ২০
সুতরাং ২, ৩ এবং এর লসাগু ১২
২, ৩ ও ৪ এর লসাগু নির্ণয় করার জন্য প্রথমে ২, ৩ এবং ৪ এর গুণিতকগুলো লেখা হয়েছে এবং ৩টি অঙ্কের সাধারণ গুণিতক হলো ১২ সুতরাং ২,৩ ও ৪ এর লসাগু হলো ১২।
আরো একটি সহজ পদ্ধতিতে লসাগু নির্ণয়ের পদ্ধতি নিচে দেওয়া হলো
২। যদি সবগুলো সংখ্যাকে ভাগ করার মতো মৌলিক উৎপাদক না থাকে , তাহলে অন্তত দুইটি সংখ্যাকে ভাগ করা যাবে এমন একটি মৌলিক সংখ্যা বের করি।
৩। অবিভাজ্য সংখ্যাটিকে উৎপাদক হিসেবে নামিয়ে নিয়ে আসি।
৪। উৎপাদকগুলো গুণ করি।
২ * ২* ২* ৩* ২* ৫= ১২০
এবং এটিই ১২, ৮, ১০ এর লসাগু
উত্তরঃ ১২০