মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে /মানবের মাঝে আমি বাচিবার চাই ।ভাবসম্প্রসারণ
মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে /মানবের মাঝে আমি বাচিবার চাই ।
ভাব সম্প্রসারণ : এমানুষ মাই মরণশীল ।জন্নগ্রহণ করলে তাকে মৃত্যুবরণ করতেই হবে ।তবু এই রূপ-রস-গন্ধময় সুন্দর পৃথিবীকে ছেড়ে কেউ যেতে চায় না ।এই পৃথিবীর প্রাকৃতিক সৌন্দয অত্যন্ত মনোরম ।উজ্জ্বল সূযালোক,পূর্ণিমা রাতে চাঁদের স্নিগ্ধ আলো,পুষ্পিত রঙের কানান,শ্যামল –সবুজ মাটি এবং চারপাশের বিচিএ মানবজীবন ইত্যাদি ছেড়ে মানুষ মৃত্যুবরণ করতে চায় না ।চিরদিন এই পৃথিবীর সৌন্দযের মধ্যে ,মানুষের বিচিএ জীবনের মধ্যে মানুষ নিজের অস্তিত্বকে উপলদ্ধি করতে চায়, চায় নিজের জীবনকে সার্থক করে তুলতে ।মানুষের জীবনে মৃত্যু অনিবায ।জীবনের এই পরিবর্তন অগ্রাহ্য করা কারো পক্ষ সম্ভব নয় ।তবে এই পরিণাম সম্পর্কে সচেতন থেকেও মানুষ এই পৃথিবীকে অকৃত্রিমভাবে ভালোবাসে ।বস্তুত মায়াবিনি কুহকিনী পৃথিবী মানুষকে তার মায়াজালে এমনভাবে আবদ্ধ রাখে যে ,এই পৃথিবীর রূপ-রস –বর্ণ-গন্ধ-স্পর্শ ছেড়ে সে যেতে চায় না-চিরজীবন তার কোলে মাথা রেখে বেঁচে থাকার মিনতি জানায় ।এ অমরত্বের প্রার্থনা মানুষের চিরন্তন ।মধুময় পৃথিবীর ধূলিকণা গায়ে মেখে মানুষ অমৃতের স্বাদ লাভ করে বলেই ,তার কাছে পৃথিবী এত সুন্দর ।পৃথিবী মানবের এক অপূর্ব লীলাক্ষেএ ।মানুষ পৃথিবীতে এসে চারদিকে জীবনের যে আনন্দময় প্রকাশ দেখে এবং প্রকৃতির মধ্যে যে অনাবিল সৌন্দয উপভোগ করে তা ছেড়ে সে স্বর্গেও যেতে চায় না ।স্নেহ-প্রেম ভালোবসাপূর্ণ এই জগৎসংসারের মায়াময় পরিবেশ ছেড়ে চিরদিনের জন্যে চলে যেতে হবেই বলেই এর প্রতি মানুষের ভালবাসার প্রবলতর ।বিধাতার আনন্দের ফল এই পৃথিবী ।এর সৌন্দয ও মায়া জীবনকে এত বেশি আকর্ষণ করে এবং হৃদয়কে এত বেশি অভিভূত করে যে,সবসময়ই মানুষের কণ্ঠে শোনা এর প্রতি মমত্ববোধের অকৃত্রিম উচ্চারণ ।
মানুষ মরণশীল বলে একসময় এই পৃথিবী থেকে চিরবিদায় গ্রহণ করতে হয় ।জীবনের এই পরিণতিকে অগ্রাহ্য করা কারো পক্ষে সম্ভব নয় ।অবশ্যম্ভাবী এই পরিণাম জেনেও মানুষ এই পৃথিবীর রূপ-রস –গন্ধে আকৃষ্ট হয়ে ,তার রূপে মুগ্ধ মৃত্যুর কথা ভুলে গিয়ে আমৃত্যু বেঁচে থাকতে চায় ।
মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে /মানবের মাঝে আমি বাচিবার চাই ।
মূলভাব : এ সুন্দর পৃথিবীতে কেউই মরতে চায় না ।শত চেষ্টা করে বেঁচে থাকতে চায় ।
সম্প্রসারিতভাব :এ পৃথিবীতৈ দুঃখআছে,বেদনা আছে,গ্লানিআছে ।কিন্তুএ পৃথিবীর এই দুঃখময়তার মধ্যেওএকক অনাবিল আনন্দ আছে।এ পৃথিবীরসুয করোজ্জ্বল দিন ,জ্যোৎসা রাত্রি,বর্ষণমুখর বর্ষার বা বৈরীবৈশাখিী ঝড়ের উদ্দমতা সমস্তকিছুর মধ্যেই জীবনের উওাপও আবেগ আছে ,বেঁচেথাকবে বিচিএতর স্বাদ এবং বৈচিএ্য।কবি তাইএ পৃথিবীর আনন্দ বেদনার বিচিএস্পর্শ ছেড়ে মৃত্যুর গভীর অন্ধকারে তলিয়ে যেতে চায় না ।মানুষের সুখ-দুঃখের বিচিএ কলকল্লোলের মধ্যে বেঁচে থাকার স্বাদ প্রত্যেক মানুষের মধ্যে চিরন্তন কামনা ।এ পৃথিবীল মায়া ত্যাগ করে কেউই মরতে চায় না ।যে কোনো কিছুর বিনিময়ে তার বেঁচে থাকার কামনা ।
শিক্ষা সম্পর্কিত এধরণের নিয়মিত আর্টিকেল পেতে ভিজিট করতে পারেন Bangla Learn ওয়েবসাইট।