ভাজ্য কাকে বলে? | vajjo kake bole | snigdhasokal.com

ভাজ্য কাকে বলে? | vajjo kake bole | snigdhasokal.com

ভাজ্য কাকে বলে? 

যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে।

ভাজ্য নির্ণয়ের সূত্রটি কি?

ভাজ্য নির্ণয়ের সূত্রটি হলো:
ভাজ্য =  ভাজক * ভাগফল

নিঃশেষ বিভাজ্য না হলে ভাজ্য নির্ণয়ের সূত্রটি কি?

ভাজ্য = ( ভাজক * ভাগফর ) + ভাগশেষ

ভাজ্য নিয়ে আরো কিছু কতিপয় প্রশ্ন দেওয়া হলো

১। যে সংখ্যাকে ভাগ করা হয়  তাকে কি বলে?
উত্তর: ভাজ্য।
২। ২৫/৫ = ৫ এখানে ভাজ কোনটি?
উত্তর: ২৫।
৩। ভাজ্য ভাজকের থেকে ছোট না বড় হয়?
উত্তর: বড় হয়।
৪। ভাজক নির্ণয়ের সূত্রটি লিখ?
উত্তর: ভাজ্য = ভাজক * ভাগফল।
৫। নিঃশেষ বিভাজ্য হলে ভাজ্য = কী?
উত্তর: ভাজক * ভাগফল।
৬। ১২৫ / ২৫ = ৫ এখানে ভাজ্য কোনটি?
উত্তর: ১২৫।
৭। ৪৪৫০০ কে ১০০ দিয়ে ভাগ করলে ভাগফল হবে ৪৪৫ এখাবে ভাজ্য কোনটি হবে?
উত্তর: ৪৪৫০০।
প্রিয় ভাই বোন ও বোনোর আশা করি আপনার সকলেই ভাজ্য সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়ে গেছেন । যদি আপনাদের কোন বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে্ আপনা প্রশ্নটি করুন। পরবর্তীতে ইনশাল্লাহ আনার সমস্যাটির সমাধান দিতে চেষ্টা করব।
 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button