অন্যান্য
বিকাশ থেকে রিচার্জ | বিকাশ থেকে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়শ |
বিকাশ থেকে রিচার্জ | বিকাশ থেকে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম |
বর্তমানে বাংলাদেশে একটি জনপ্রিয় মোবাইল ব্যাংকিং মাধ্যম হচ্ছে বিকাশ মোবাইল ব্যাংকিং। বিকাশ প্রতিনিয়ত তাদের পরিসেবা সহজ থেকে সহজ করতেছে। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বিকাশ তাদের গ্রাহকদের অনেক সুবিধা দিচেছ । আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিকাশের ফিচার নিয়ে আলোচনা করব যেটি সবার উপকারে আসবে।
বিকাশ থেকে রিচার্জ
আপনি কি জানেন বিকাশ থেকে বর্তমানে আপনার ফোনে রিচার্জ করতে পারবেন । যদি এই বিষয়টি আপনার জানা না থাকে তাহলে জেনে নিন আপনি কিভাবে আপনার বিকাশ থেকে মোবাইল রিচার্চ বা ফেক্সিলোড করতে পারেন আপনার যে কোনো গ্রামীন , টেলিটকে, বাংলালিংক , রবি সিমে।এবং পাশাপাশি আপনি বিকাশে রিচারে্জর মাধ্যমে আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার হাতে থাকা মোবাইলে রিচার্জ করতে পারবেন ফেক্সিলোডের দোকানে না গিয়েই। আবার অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে গেলে ফেক্সিলোডের দোকা খোজে পাই না । আপনি যদি বিকাশ থেকে ফেক্সিলোডের নিয়মটি শিখে নেন তাহলে আপনাকে কোথাও কোনো ধরনে র বিপদে পড়তে হবে না মোবাই লে রিচার্জের জন্য ।
কিভাবে বিকাশ থেকে ফেক্সিলোড বা মোবাইলে রিচার্জ করবেন
বিকাশ থেকে শুধু আপনি নিজের মোবাইলে নয় অন্য যে কোনো আপনার বন্ধু বান্ধব , আত্মীয় স্বজন যে কারো মোবাইলে সহজে রিচার্জ করতে পারবেন।
রিচার্জ করার জন্য আপনাকে প্রথমে ডায়েল করতে হবে *247#
- *247# ডায়েল করে আপনাকে প্রথমে বিকাশ মেনুতে যেথে হবে।
- এবার আপনি সিলেক্ট করু মোবাইল রিচার্জ।
- এই ধাপে আপনাকে আপনার অপারেটর সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি যে অপারেটরে রিচার্জ কর েত চান সেটি সিলেক্ট করতে হবে।
- আপনার সংযোগ ধরন সিলেক্ট করুন।
- যে নাম্বারে রিচার্জ করতে চান সেটি িএবার লিখুন্
- এই ধাপে আপনি যত টাকা রিচার্জ করতে চান সেটির পরিমান লিখুন।
- সর্বশেষ ধাপে আপনাকে আপনার বিকাশ পিন নাম্বার দিয়ে নিশ্চিত করতে হবে। তাহলেই আপনার বিকাশ থে কে রিচার্জ হয়ে গেল
বিকাশ অ্যাপসের মা্ধ্যমে টাকা রিচার্জ করার নিয়মঃ
- প্রথমে বিকাশ অ্যাপস স্কিন থেকে মোবাইল রিচার্জ সিলেক্ট করতে হবে।
ধাপ 4 আপনি টাকার পরিমান সিলেক্ট করুন। ডিফল্ট হিসেবে এখানে কিছু টাকার পরিমান উল্লেখ থাকবে অথবা আপনি আপনার ইচ্ছামত টাকার পরিমান দিতে পরবেন।
ধাপ 5 এসে আপনাকে আপনার বিকাশ গোপন পিন নাম্বারটি দিয়ে নিশ্চিত করতে হবে।
ধাপ 6 আপনার মোবাইল রিচার্জ সম্পন্ন করতে স্কিনের নিচের অংশ অর্থাৎ স্কিনের নিচে লাল অংশটুকুতে চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখুন।
মোবাইল রিচার্জ সম্পন্ন হলে নিচের দেওয়া ফটোর মতো আপনার বিকাশ অ্যাপে দেখতে পাবেন।
আরো পড়ুন – বিকাশ একাউন্ট চেক