প্রকৃতির ওপর আধিপত্য নয় , মানুষ গড়ে তুলতে চাইছে প্রকৃতির সঙ্গে মৈএীর সম্বন্ধ ।ভাবসম্প্রসারণ
প্রকৃতির ওপর আধিপত্য নয় , মানুষ গড়ে তুলতে চাইছে প্রকৃতির সঙ্গে মৈএীর সম্বন্ধ ।
মানুষ একদিন প্রকৃতিতে জয় করার নেশায় মেতেছিল ।মানুষ প্রকৃতিতে বশীভূত করে তা থেকে উপকৃত হওয়ার চেষ্টা করেছে ।প্রকৃতির ওপর যে কোনো উপায়ে আধিপত্য বিস্তার করে লাভবান হওয়া যাবে ,এরকম একটি ধারণায় বশবর্তী হয়ে মানুষ বন কেটে ,পাহাড় কেটে বসতে গড়েছে ,নদীর গতিপথ অবরুদ্ধ করেছে যথেচ্ছেভাবে ।বিজ্ঞান ও প্রযুক্তি মাধ্যমে মানুষ স্থলে মহাশূন্যে আধিপত্য বিস্তার করেছে ।কিন্তু এমন কাজ করে মানুষের কল্যাণ হয়নি ।এতে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হয়েছে ।প্রকৃতিতে ইচ্ছেমতো ব্যবহার করে বিপন্ন করেছে জীবপরিবেশে ।আজ আমরা এক ভয়ঙ্কর সংকটের মুখোমুখি ।এ সংকট কোনো বিশেষ দেশের নয় ,বিশেষ জাতির নয় ।এ সংকট বিশ্বজুড়ে ।বিশ্বের পরিবেশ আজ নানাভাবে দূষিত ।এই দূষণ আজ মানবজাতিকে ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে নিয়ে যাচে্ছ ।সেই ভয়াবহ দিনের কথা স্মরণ করেই আজ বিশ্বের মানুষ এগিয়ে এসেছে ।মানুষ তার এই কৃতকর্ম সম্পর্কে উপলদ্ধি করতে পেরেছে ।তাই তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন ঘটেছে ।এখন মানুষ বনায়নের দিকে দৃষ্টি দিচ্ছে ।ক্ষতিকর রাসায়নিক দ্রুব্য ব্যবহারে সতর্ক হচ্ছে ।প্রকৃতির সঙ্গে বিরূপতার সম্পর্ক না রেখে তার সঙ্গে সহযোগিতা প্রদর্শন প্রকৃতি থেকে মানুষ উপকৃত হতে চাইছে ।এখন মানুষ বিরূপতার প্রকৃতির ওপর আধিপত্য দেখাতে চায় না ,চায় প্রকৃতির সহযোগিত ,চায় প্রকৃতির সঙ্গে মৈএীর সম্পর্ক গড়ে তুলতে ।প্রকৃতির নিয়মকে মান্য করেই প্রকৃতিকে সবচেয়ে মঙ্গলজনকভাবে ব্যবহারের দিকে আজ বিশ্বব্যাপী সচেনতনতা বাড়ছে ।প্রাকৃতিক দুযোগ মানবজাতিকে বিপযস্ত করে ।তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে দুযোগ ব্যবস্থাপনার কাযকর পদ্ধতি অনুসরণ করতে হবে ।এর জন্যে মানুষ প্রকৃতি থেকে সহযোগিতা লাভের চেষ্টা করলে যথার্থই উপকৃত হবে ।তার জন্য প্রয়োজন প্রাকৃতিকসম্পদের সুরক্ষা এবং তার পরিবেশ –বান্ধব ব্যবহার ।