পানি চক্র কি? পানি চক্র ব্য্যাখ্যা কর। |snigdhasokal.com

পানি চক্র কি? 

যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপ্রষ্ঠে ও বায়ুমন্ডলের সর্বত্র ছড়িয়ে প্রড় তাকে পানি চক্র বলে।
পানি চক্র কি? পানি চক্র ব্য্যাখ্যা কর। |snigdhasokal.com

পানি চক্র ব্যাখ্যা কর।

পৃথিবীর পানি তার এক উৎস থেকে অন্য উৎসে চক্রাকারে ঘোরে। অর্থাৎ ভূপৃষ্ঠের পানি থেকে জলীয় বাষ্প, জলী বাষ্প থে েক মেঘ, মেঘ থেকে বৃষ্টি হিসাবে পানি আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। আবার বায়ূপ্রবাহের কারণে জলীয় বাষ্প মেঘরূপে উড়ে গিয়ে যখন পর্বতের চূড়ায় পৌছায় তখন সেখানে মেঘের পানিকণা ঠান্ডায় বরফে পরিণত হয় । এই বরফ গ্রীষ্মকালের সূর্যের তাপে গলে  পানিতে পরিণত হয়ে পাহাড়ের গা বেয়ে নেমে এস ছোট পাহাড়ি নদীর উৎপত্তি হয়। এই নদীর পানি সবশেষে সমুদ্রে গিয়ে মিশে। এভাবে পানির চক্রাকারে ঘুরে আসাকে পানি চক্র বলা হয়।
আরো পড়ুনঃ শব্দ কাকে বলে?

পানিচক্রঃ

পানি > বাষ্প > মেঘ > বৃষ্টি

পানির তিনটি অবস্থা কি কি?

পানি সাধারণত তিন টি অবস্থায় থাকে তা হলো
১। কঠিন
২। তরল
৩। বায়বীয়
প্রশ্ন: ভূপৃষ্ঠ ও বায়ূমন্ডলে পানির অবস্থার পরিবর্তনের মাধ্যমে পানি চক্র সম্পন্ন হয়। এ চক্রটির সঠিক ধাপ কোনটি বলে তুমি মনে করো।
উত্তরঃ ভূপৃষ্ঠ > জলীয় বাষ্প > মেঘ > বৃষ্টি > ভূপৃষ্ঠে।
আরো পড়ুন ঃ  সমাস কাকে বলে?

পানি দূষণের পাঁচটি কারণঃ

  • পুকুর বা নদীর পানিতে বাস-কোসন মাজা, গোসল করা, ময়লা কাপড় কাচা, গুরু -মহিষ গোসল করানিা, পাট পচানো, পায়খানা -প্রস্রাব করা, প্রানীল মৃতদেহ ফেলা প্রভৃতি উপায়ে নদীনালা, খালবিল ও পুকুরের পানি দূষিত হয়।
  • কলেরা, আমাশয়, টাইফয়েড ও ডায়রিয়া রোগে  আক্রান্ত রোগীর মলমূত্র, বিছানাপত্র ও জামাকাপড় পুকুর, খালবিল বা নদীর পানিতে ধুলে রোগজীবাণু মিশে পানি দূষিত করে।
  • কলকারখানার বর্জ্য পদার্থ পানিতে ফেললে পানি দূষিত হয়, কারণ   এই বর্জ্য পদার্থে ক্ষতিকর পদার্থ মিশে থাকে।
  • কৃষিকাজে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করলে তা বৃষ্টির পানিতে ধুয়ে খালবিল ও নদীর  পানিতে মিশে পানিকে দূষিত করে। 
  • বন্যা ও জলোচ্ছ্বাসের সময় গ্রাম ও শহর অঞ্চর পানিতে ডুবে যায় । এতে মানুষ ও গৃহপারিত পশুপাখির মলমূত্র পানিতে মিশে পানিকেদূষিত করে ্।  এই দূষিত পা িপুকুর , কুয়া ও নলকূপের পানিতে মিশে পানযোগ্য পানিকে দূষিত করে তোলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button