শিক্ষা
পরিমাপ কাকে বলে | porimap kake bole | snigdasokal.com
পরিমাপ কাকে বলে : দৈনন্দিন জীবনে আদান-প্রদান, বেচাকেনা ও বিভিন্ন ক্ষেত্রে পরিমাণ ও মোট জনসংখ্যা, মোট গাঠপালার সংখ্যা, মোট পশুপাখির সংখ্যা নির্ণয়ের প্রয়োজন হয়ঠ এটা গণনা বা পরিমাপের মাধ্যমে নির্ধারিত হয়। দৈর্ঘ্য মাপার জন্য , ওজন বের করার জন্য, তরল পদার্থের আয়তন বের করার জন্য পরিমাপ করা হয়। পরিমাপের জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে। প্রতিটি পদ্ধতিতে একক ভিন্ন। মানের দিক দিয়েও বিভিন্ন কককের মান ভিন্ন। সর্বক্ষেত্রে েএককের মাধ্যমে পরিমাপে সম্পূর্ণ পরিমাণের ধারণা লাভ করা যায় । যেমনঃ একটি গুদামে কী পরিমাণ চাল আছে, তা ওজন করে পাওয়া যায়। একটি চৌবাচ্চায় কী পরিমাণ পানি আছে, তা তরল পদার্থের আয়তন পরিমাপ করে জানা যায়।
আরো পড়ুনঃ ভাগ কাকে বলে?
দৈর্ঘ্য, ওজন ও আয়তনের এককঃ
কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য পরিমাপের মূল একক হলো মিটার। পদার্থের ভর পরিমাপের মূল একক গ্রাম। তরল পদার্থের আয়তন পরিমাপের মূল একক লিটার। এসব মূল একক এদের গুণিতক বড় একক ও গুণনীয়ক ছোট একক।
ওজন পরিমাপে ব্যবহৃত বিশেষ একক হচ্ছে টন।
১০০০ কিলোগ্রাম = ১ টন।
তরল পদার্থের আয়তন পরিমাপের বিশেষ এককঃ
ঘন সেন্টিমিটার, ঘন মিটার
১০০০ ঘন সেন্টিমিটার = ১ লিটার।
১০০০ লিটার = ঘনমিটার।
পরিমাপের কতিপয় সূত্রঃ
১। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য * প্রস্থ।
২। সামন্তরিকের ক্ষেত্রের ক্ষেত্রফল = ভূমি * উচ্চতা
৩। ত্রিভুজেক্ষেত্রের ক্ষেত্রফল = ( ভূমি * উচ্চতা ) / ২
ক্ষেত্রফলের এককঃ
বর্গ সেন্টিমিটার ( বর্গ সেমি), বর্গ মিটার ( বর্গ মি.), বর্গ কিলোমিটার (বর্গ কি.) এয়র , হেক্টর।
১০০ বর্গ মি = ১ এয়র
১০০০০ বর্গ মি = ১ হেক্টর
পরিমাপের সকল সূত্রাবলীঃ
পরিমাপের সকল সূত্রাবলী নিচে দেওয়া হলো
দৈর্ঘ্য পরিমাপের এককাবলিঃ
১০ মিলিমিটার ( মি. মি.) = ১ সেন্টিমিটার ( সে.মি.)
১০ সেন্টিমিটার = ১ ডেসিমিটার ( ডেসি. মি.)
১০ ডেসিমিটার = ১ মিটার ( মি.)
১০ মিটার = ১ ডেকামিটার ( ডেকা. মি.)
১০ ডেকামিটার = ১ হেক্টোমিটার ( হে. মি)
১০ হেক্টোমিটার = ১ কিলোমিটার ( কি.মি.)