শিক্ষা
পরিমাপের সূত্র | porimaper sutro | snigdhasokal.com
পরিমাপের সকল সূত্রাবলীঃ
দৈর্ঘ্য পরিমাপের এককাবলিঃ
মেট্রিক পদ্ধতিঃ
১০ মিলিমিটার ( মি. মি.) = ১ সেন্টিমিটার ( সে.মি.)
১০ সেন্টিমিটার = ১ ডেসিমিটার ( ডেসি. মি.)
১০ ডেসিমিটার = ১ মিটার ( মি.)
১০ মিটার = ১ ডেকামিটার ( ডেকা. মি.)
১০ ডেকামিটার = ১ হেক্টোমিটার ( হে. মি)
১০ হেক্টোমিটার = ১ কিলোমিটার ( কি.মি.)
ব্রিটিশ পদ্ধতিঃ
১২ ইঞ্চি = ১ ফুট
৩ ফুট = ১ গজ
১৭৬০ গজ = মাইল
৬০৮০ = ১ নটিকেল মাইল
২২০ গজ = ১ ফার্লং
৮ ফার্লং = ১ মাইল।
দৈর্ধ পরিমাপের একক মিটার।
মেট্রিক ও ব্রিটিশ পরিমাপের সম্পর্ক:
১ ইঞ্চি = ২.৫৪ সে.মি (প্রায়)
১ গজ = ০.৯১৪৪ মি. (প্রায়)
১ মাইল = ১.৬১ কি.মি. (প্রায়)
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি (প্রায়)
১ কি. মি = ০.৬২ মাইল (প্রায়)
আরো পড়ুনঃ পরিমাপ কাকে বলে?
ওজন পরিমাপের মেট্রিক এককাবলিঃ
১০ মিলিগ্রাম (মি.গ্রা.) = ১ সেন্টিগ্রাম (সে.গ্রা.)
১০ সেন্টিগ্রাম = ১ডেসিগ্রাম ( ডেসি.গ্রা)
১০ ডেসিগ্রাম = ১ গ্রাম ( গ্রা)
১০ গ্রাম = ১ ডেকাগ্রাম ( ডেকা.গ্রা)
১০ ডেকাগ্রাম = ১ হেক্টোগ্রাম ( হে.গ্রা.)
১০ হেক্টোগ্রাম = ১ কিলোগ্রাম (কেজি.)
ক্ষেত্রফল পরিমাপঃ
আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের পরিমাপ = দৈর্ঘ্য * প্রস্থ
বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের পরিমাপ = (বাহুর পরিমাপ)২
ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের পরিমাপ = ১/২ *ভূমির পরিমাপ * উচ্চতার পরিমাপ।
ক্ষেত্রফল পরিমাপের মেট্রিক এককাবলিঃ
১০০ বর্গসেন্টিমিটার ( ব.সে.মি.) = ১ বর্গডেসিমিটার
১০০ বর্গডেসিমিটার = ১ বর্গমিটার ( ব. িম.)
১০০ বর্গমিটার = ১ এয়র ( বর্গ ডেকামিটার)
১০০ এয়ল ( বর্গডেকামিটার) ১ হেক্টর বা ১ বর্গহেক্টোমিটার
১০০ বর্গহেক্টোমিটার = ১ বর্গ কিলোমিটার
ওজন পরিমাপের একক ঃ গ্রাম।
১ কিলোগ্রাম বা ১ কেজি =১০০০ গ্রাম
১০০ কিলোগ্রাম = ১ কুইন্টাল
১০০০ কিলোগ্রাম = ১ মেট্রিক টন।
তরল পদার্থের আয়তন পরিমাপের মেট্রিক এককাবলিঃ
১০ মিলিলিটার ( মি.লি) = ১ সেন্টিলিটার ( সে.লি)
১০ সেন্টিলিটার = ১ ডেসিলিটার ( ডেসি. লি.)
১০ ডেসিলিটার = ১ লিটার ( লি.)
১০ লিটার = ১ ডেকালিটার (ডেকা. লি.)
১০ ডেকালিটার = ১ হেক্টোলিটার ( হে. লি.)
১০ হেক্টোলিটার = ১ কিলোলিটার ( কি.লি)
তরল পদার্থের আয়তন পরিমাপের এককঃ লিটার।
১ ঘন সে.মি. বিশুদ্ধ পানির ওজন ১ গ্রাম
১০০০ ঘন সে.মি. বিশুদ্ধ পানির আয়তন ১ লিটার
১ লিটার বিশুদ্ধ পানির ওজন ১ কিলোগ্রাম
ক্ষেত্রফল পরিমাপের এককাবলিঃ
ব্রিটিশ এককাবলিঃ
১৪৪ বর্গইঞ্চি = ১ বর্গফূট
৯ বর্গফুট = ১ বর্গগজ
৪৮৪০ বর্গগজ = ১ একর
১০০ শতক = ১ একর
দেশীয় এককাবলিঃ
২০ বর্গহাত = ১ গণ্ডা
১ গণ্ডা = ১ ছটাক
১৬ ছটাক = ১ কাঠা
২০ কাঠা = ১ বিঘা
ক্ষেত্রফল পরিমাপে মেট্রিক ও ব্রিটিম পদ্ধতির সম্পর্কঃ
১ বর্গসেন্টিমিটার = ০. ১৬ বর্গইঞ্চি (প্রায়)
১ বর্গমিটার = ১০.৭৬ বর্গফূট (প্রায়)
১ হেক্টর = ২. ৪৭ একর (প্রায়)
১ বর্গইঞ্চি = ৬.৪৫ বর্গসেন্টিমিটার প(প্রায়)
১ বর্গফূট = ৯২৯ বর্গসেন্টিমিটার (প্রায়)
১ বর্গগজ = ০.৮৪ বর্গমিটার (প্রায়)
১ বর্গমাইল = ৬৪০ একর
ক্ষেত্রফল পরিমাপে মেট্রিক, ব্রিটিশ ও দেশীয় এককাবলির সম্পর্কঃ
১ বর্গহাত = ৩২৪ বর্গইঞ্চি = ০.৮৩৬ = ০.৮৩৬ বর্গমিটার (প্রায়)
১ বর্গগজ বা ৪ গণ্ডা = ৯ বর্গফূট = ৮০ বর্গ গজ = ৬৬.৮৯ বর্গ মিটার (প্রায়)
১ কাঠা = ৭২০ বর্গফুট =১৩৩৭.৮ বর্গমিটার (প্রায়)
১ বিঘা =১৬০০ বর্গগজ =৪০৪৬.৮৬ বর্গমিটার (প্রায়)
১ একর ৩ বিঘা ৮ ছটাক = ১০০০ বর্গকড়ি ( ১০০ কড়ি = ৬৬ ফুট)
১ বর্গমাইল =১৯৩৬ বিঘা
১ বর্গমিটার = ৪.৭৮ গণ্ডা (প্রায়) = ০.২৩৯ ছটাক (প্রায়)
১ এয়র = ২৩.৯ ছটাক (প্রায়)
আয়তন = ঘনবস্তুর ঘনফলই আয়তন।
আয়তাকার ঘনবস্তুর আয়তনের পরিমাপ = দৈর্ঘের পরিমাপ * প্রস্থের পরিমাপ * উচ্চতার পরিমাপ
আয়তন পরিমাপে মেট্রিক এককাবলিঃ
১০০০ ঘনসেন্টিমিটার (ঘন সে.মি) = ১ ঘন ডেসিমিটার ঘ. ডেসি. লি = ১ লিটার
১০০০ ঘন ডেসিলিটার =১ ঘনমিটার (ঘ. মি.)
১ ঘন মিটার = ১ স্টেয়র
১০ ঘন স্টেয়র = ১ ডেকাস্টেয়র
১ ঘন সে.মি (সি.সি) = ১ মিলিমিটার
১ ঘন ইঞ্চি = ১৬.৩৯ মিলিলিটার (প্রায়)
আয়তনের মেট্রিক ও ব্রিটিশ এককের সম্পর্কঃ
১ স্টেয়র = ৩৫. ৩ ঘনফূট (প্রায়)
১ ডেকাস্টেয়র = ১৩.০৮ ঘন গজ (প্রায়)
১ ঘনফুট = ২৮.৬৭ লিটার (প্রায়)