তাহিরপুরে বিশ্ব বন্যপ্রাণী দিবস/২০২২ উপলক্ষে আলোচনা সভা ও র্যালী
তাহিরপুরে বিশ্ব বন্যপ্রাণী দিবস/২০২২ উপলক্ষে আলোচনা সভা ও র্যালী
আবুল হাসনাত রাহুল তাহিরপুর প্রতিনিধিঃ
তাহিরপুরে বিশ্ব বন্যপ্রাণী দিবস/২০২২ উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্টিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স হলে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন,আইইউসিএন বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার এবিএম সারোয়ার আলম। উন্নয়ন সংস্থা সিএনআরএস(সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ) তাহিরপুর উপজেলা সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাদ এর সঞ্চালনায় বক্তব্য দেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,ওসি তদন্ত মো. সুহেল রানা,সিলেট বিভাগের উপবন সংরক্ষক ও বিভাগীয় কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম,মৌলভী বাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এর কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী,তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,সহ সভাপতি বাবরুল হাসান বাবলু,সুনামগঞ্জ জেলা সহকারী বন সংরক্ষক জিএম আবু বক্কর সিদ্দিক,সুনামগঞ্জ রেঞ্জ বন কর্মকর্তা চয়নব্রত চৌধুরী,সাংবাদিক শওকত হাসান,মনিরাজ শাহ প্রমূখ। আলোচনা সভা শেষে একটি র্যালী উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। সভায় উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন,সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।