তাহিরপুরে জাতীয় ভোটার দিবস পালিত

 তাহিরপুরেজাতীয় ভোটার দিবস পালিত


মুতাসিমবিল্লাহ, তাহিরপুর প্রতিনিধিঃ

মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার প্রতিপাদ্য  বিষয়কে সামনে রেখে তাহিরপুরেজাতীয় ভোটার দিবস পলিতহয়েছে

 বুধবার(২মার্চ) সকাল ১১টায় উপজেলানির্বাচন অফিসের আয়োজনে উপলক্ষে একটি ্যালীবিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেউপজেলা পরিষদ প্রাঙ্গণে সমাবেতহয়।র‌্যালি শেষে অনুষ্ঠিত  আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যরাখেন উপজেলা নির্বাহী অফিসারমো. রায়হান কবীর

 সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগসিনিয়র সহ সভাপতি অধ্যাপকআলী মর্তুজা, উপজেলা আওয়ামীলীগ যুগ্মসাধারন উপজেলা প্রেসক্লাবসভাপতি আমিনুল ইসলাম প্রমুখ

 এছাড়াওউপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলামহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীরহোসেনউপজেলাযুবলীগ সাবেক যুগ্ম আহবায়কঅনুপম রায়, আনোয়ারপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমলরায়, সাংবাদিক শওকত হাসান, গোলামকাদির সুজন সহ আরওঅনেকেই উপস্থিত ছিলেন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button