জরিমানা মওকুফের জন্য তোমার কলেজ সুপার/ অধ্যক্ষের নিকট একটি দরখাস্ত লেখ
জরিমানা মওকুফের জন্য তোমার কলেজ সুপার/ অধ্যক্ষের নিকট একটি দরখাস্ত লেখ।
তারিখ: ………………
মাননীয়
অধ্যক্ষ
জয়নাল আবেদীন কলেজ
তাহিরপুর, সুনামগঞ্জ।
বিষয় : জরিমানা মওকুফের জন্য আবেদন।
মহাত্মন,
যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমার পিতা ব্যবসায় উপলক্ষে দীর্ঘ ১৫ দিন ধওে বাড়ির বাইরে থাকায় আমি জুন মাসের বেতন নিয়ে এসেছি।
অতএব, জনাবের নিকট অনুরোধ ঠিক সময়ে বেতন না দেয়ার কারণে জরিমানা মওকুফ করে আমার বেতন গ্রহণ করে বাধিত করবেন।
নিবেদক,
আপনার অনুগত
নামঃ মুরাদ আহমদ
শ্রেণিঃ …..
রোলঃ 05
অথবা
Dialogue preparation for jsc exam