ছুটির জন্য আবেদন english — snigdhasokal.com

 (ছুটির জন্য আবেদন english) জ্বর থাকায় কলেজে উপস্থিত হতে না পারার জন্য সুপার/ অধ্যক্ষের নিকট আবেদনপত্র লেখ।

জ্বর থাকায় কলেজে উপস্থিত হতে না পারার জন্য সুপার/ অধ্যক্ষের নিকট আবেদনপত্র লেখ।

তারিখ: ………………

মাননীয় 

অধ্যক্ষ

জয়নাল আবেদীন কলেজ

তাহিরপুর, সুনামগঞ্জ।

বিষয় : অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।

মহোদয়,

বিনীত নিবেদন এই যে, গত ১৫মে থেকে ১ মে ভীষণ জ¦র থাকায় আমি মাদরাসায় উপস্থিত হতে পারিনি। 

অতএব, মহোদয় সদয় প্রার্থনা, আমাকে উল্লিখিত পাঁচ দিনের ছুটি মঞ্জুর কওে বাধিত করবেন।

বিনীত নিবেদিকা

আপনার অনুগত ছাত্রী

মোছাঃ রাবেয়া আক্তার

দশম শ্রেণি

ক্রমিক নং: ০১

অথবা 

ছুটির জন্য আবেদন English

Suppose, you are Atiqur Rahman. You could not attend school a few days on account of fever. Now, write an application to your Headmaster for leave of absence.

Date: 10 January, 2022
The headmaster
Israb Ali High School and college,
Kuchai, Kadamtali, Sylhet.
Subject: Prayer for leave of absence.
Sir,
I beg most humbly to state that I could not attend school from the 5th to the 9th instant on account of fever.
I therefore, pray and hope that your honour would be kind enough to grant me leave of absence for those days only.
Your most obedient pupil
Atiqur Rahman
Class: 7
Roll No. 02

মনে কর তুমি তুমি আতিকুর রহমান জ্বরের কারণে কয়েকদিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারনি।  েতামার অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদন পত্র লেখ।

তারিখ: …………

প্রধান শিক্ষ

ইছরাব আলী হাই-স্কুল ও  কলেজ,

কুচাই, সিলেট।

বিষয়ঃ ছুটির জন্য আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র।গত ১২ জানুয়ারি ২০২২ থেকে ১৫ জানুয়ারি ২০২২ পর্যন্ত প্রচন্ড জ্বর থাকায় বিদ্যালয়ে উপস্থিত হতে পা িরনি।

অতএব, মহোদয় সমীপে আকুল আবেদন এই যে, ্আমাকে উক্ত তিন দিনের ছুটি দানে বাধিত করবেন।

বিনীত নিবেদক

আপনার একান্ত অনুগত 

ছাত্র

নামঃ আতিকুর রহমান

শ্রেণিঃ নবম

রোল নংঃ ০৫

আরো পড়ুন ঃ জরিমানা মওকুফের জন্য আবেদন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button