খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য – snigdhasokal.com
খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য: খাদ্য শৃঙ্খল হলো উদ্ভিদ থেকে প্রানীতে শক্তি প্রবাহের একটি ধারাবাহিক প্রক্রিয়া। অপরদিকে খাদ্য জাল হলো একাধিক খাদ্য শৃঙ্খলের সমষ্টি।
খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পাঁচটি পার্থক লেখঃ
উত্তরঃ খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পাঁচটি পার্থক্য নিচে দেওয়া হলো।
খাদ্য জালঃ
১। খাদ্য জাল হলো অনেকগুলো খাদ্য শৃঙ্খলের পারস্পরিক সম্পর্ক।
২। খাদ্য জালে বহুসংখ্যক খাদ্য থাকে।
৩।খাদ্য জালে বহুসংখ্যক খাদক থাকে।
৪। খাদ্য জাল খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত নয়।
৫। একটি পরিবেশে একটি মাত্র খাদ্য জার থাকে।
খাদ্য শৃঙ্খলঃ
১। খাদ্য শৃঙ্খল হলো খাদ্য ও খাদকের সম্পর্ক।
২। খাদ্য শৃঙ্খলে দুই বা ততোধিক খাদ্য থাকে।
৩। খাদ্য শৃঙ্খলে দুই বা ততোধিক খাদক থাকে।
৪। খাদ্য শৃঙ্খল খাদ্য জালের অন্তর্ভুক্ত।
৫। একটি পরিবেশে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকতে পারে।
আরো পড়ুনঃ ভাজ্য কাকে বলে?
খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে সম্পর্ক পাঁচটি বাক্যে লেখ।
উত্তরঃ খাদ্য শৃঙ্খল হলো জীবজগতে বিদ্যমান খাদ্য – কাদক সম্পর্ক। অপরদিকে, কতগুলো খাদ্য শৃঙ্খল মিলে তৈরি হয় খাদ্য জাল। খাদ্য শৃঙ্খলগুলোর কতগুলো সাধারণ খাদ্য বা খাদক থাকে, যার মাধ্যমে একটি কাদ্য শৃঙ্খল অপরটির সাথে যুক্ত থাকে। আবার বিভিন্ন কাজকর্ম ও দেহের জৈবিক ক্রিয়া সম্পন্ন করার জন্য প্রাণীদের দেহে শক্তির দরকার হয়। ক্রিয়া সম্পন্ন করার জন্য প্রাণীদের দেহে শক্তির দরকার হয়। এজন্য সকল প্রানী বেঁচের থাকার জন্য শক্তির প্রয়োজন হয়।
খাদ্য শৃঙ্খল কী? খাদ্য শৃঙ্খল কীভাবে তৈরি হয় তা চারটি বাক্যে লেখ।
বাস্তুসংস্থান উদ্ভিদ বা প্রানী থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল যে প্রক্রিয়ায় তৈরি হয় চারটি বাক্যে উল্লেখ করা হলো –
১।সবুজ উদ্ভিদ স্বনির্ভর হওয়ায় এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে এবং প্রানীরা পরভোজী হওয়ার খাদ্যের জন্য তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবুজ উদ্ভিদের উপর নির্ভর করে।
২।উদ্ভিদ যে খাদ্র তৈরি করে তার কিছু অংশ নিজেদের প্রয়োজনে ব্যবহার করে এবং অবশিষ্টাংশ সঞ্চিত খাদ্য হিসেবে দেহে জমা থাকে যা তৃণভোজী প্রাণীরা খাদ্য হিসাবে গ্রহণ করে।
৩।মাংসাশী প্রাণীরা তৃণভোজী প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে।
৪। খাদ্য উৎপাক থেকে শুরু করে এভাবে সর্বোচ্চ খাদক পর্যন্ত শৃঙ্খল আকারে খাদ্য ও খাদকের সরল ধারাবাহিকতার মাধ্যমে খাদ্য শৃঙ্খল গড়ে উঠে।