আলহামদুলিল্লাহ এর অর্থ কি কখন আলহামদুলিল্লাহ বলতে হয়
(আলহামদুলিল্লাহ এর অর্থ কি ) (আরবি: ٱلْحَمْدُ لِلَّٰهِ, al-Ḥamdu lillāh) প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন । আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব (আলহামদুলিল্লাহ এর অর্থ কি ) AL HAMDU LILLAH ER ORTHO KI? বেশিরভাগ মুসলিম ভাই বোনেদের মুখে আমরা প্রায় সময়েই আল হামদুলিল্লাহ কথাটি শুনতে পাই । কিন্তু আমরা অনেকেই আছি যে আলহামদুলিল্লাহ এর অর্থ কি তা জানি না। তাই আজকে আমি আপনাদের কাছে আলহামদুলিল্লাহ এর অর্থ কি তা আলোচনা করব।
ٱلْحَمْدُ لِلَّٰ এটি আরবী শব্দ এটির অর্থ হলোঃ ’সকল প্রশংসা মহান আল্লাহর তায়ালার উপর’ মহান রাব্বূর আলামীনের নিকট শুকরিয়া আদায়ের জন্য প্রতিটা মুসলমান নর-নারী আলহামদুলিল্লাহ বাক্যটি উচ্চারণ করে থাকে।যদি কোনো মুসলমান ভাই ও বোনেরা কোন কাজের সফলতা লাভ করে তাহরে মহান আল্লাহর শুকরিয়া আদায় স্বরুপ এই আলহামদুলিল্লাহ বাক্যটি ব্যবহার করে থাকেন। এছাড়াও এটি সাধারণত আরব খ্রিস্টাান এবং আরবী ভাষার অন্যন্য অমুসলিম ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ বাক্যটি উচ্চারণ করে থাকেন। যে সকল অমুসলিম ভাই ও বোনেদের ভাষা আরবী তারাও এই ভাষাটি ব্যবহার করে থাকেন।
আলহামদুলিল্লাহ বাক্যটির বিশ্লেষণঃ
- আলহামদুলিল্লাহ শব্দটির আল নির্দ্দিষ্ট কোনো কিছুকে বোঝাতে ব্যবহৃত হয় ইংরেজিতে যেমন আছে দ্যা
- আর হামদ শব্দটির আক্ষরিক অর্থ হলো প্রশংসা বা ধন্যবাদ অর্থাৎ কোন প্রশংসা বা ধন্যবাদ অর্থে হামদ শব্দটি আরবীতে ব্যবহৃত হয়।
- লি- ইল্লাহ এটি আরবিতে একটি পদান্বয়ী অব্যয় যেটির বিশেষ্য হলোঃ- ’আল্লাহ’ এবং লি শব্দটি হলো একটি সম্প্রদানকারী অব্যয়।
- আর এই বাক্যাংশটিকে কোরআনের প্রথম সুরা ( সূরা ফাতিহায় ) পাওয়া যাবে।
আলহামদুলিল্লাহ শব্দটি উৎসঃ
দোয়ার শ্রেষ্ঠ সময়সমূহঃ
- ফজর নামাজের পরক্ষণে
- সেজদার হালাতে(মিশকাত)
- শবে কদর, শবে বরাত ও দুই ঈদের রাত্রে ( আবু দাউদ)।
- হজ্জের রাত্রে। আবু দাউদ
- আযানের সময়্ ( আবু দাউন, তিরমিযী)
- আযানের পর হইতে নামাযের মধ্যবর্তী সময় পর্যন্ত । (মুসলিম)
- জুমআর খোৎবা হইতে নামাযের শেষ সময় পর্যন্ত। (মুসলিশ)
- জুমআর দিন আসরের পর হইতে সূর্যাস্ত পর্যন্ত।(তিরমিযী)
- জিহাদের ময়দানে ভীষণ লড়াই চলার সময়ে।( আবু দাউদ)
- শেষ রাত্রে তাহাজ্জুদ নামাযের পর। (মিশকাত)
- শেষ রাত্রে বিশেষত জুমআর রাত্রিতে । (তিরমিযী)